Skip to main content

ভবিষ্যৎ পরিকল্পনা

কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য

বাংলাদেশের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। অশিক্ষা, অভাব ও কুসংস্কার যাদের নিত্য সঙ্গী এবং এই তিনের যোগসূত্রে ভয়ানক অবস্থার তৈরি হয়। আর এই সুযোগে কিছু স্বার্থান্বেষী মহল বর্তমানে দেশের প্রতিটি অঞ্চলকে পরিনত করেছে তাদের অভয়ারণ্যে। নব্য সুদি মহাজনদের খপ্পড়ে পরে অনেকে হচ্ছেন সর্বশান্ত এবং অনেকে উচ্ছেদ হচ্ছেন তাদের নিজ ভিটে-মাটি থেকে। বিদেশি ধর্ম ব্যাবসায়িদের প্রতারনার দায়ে আটকে যাচ্ছেন অনেকে। পরিনামে নিজেও হচ্ছেন ধর্মহীন এবং ভবিষ্যৎ প্রজন্ম কে ঠেলে দিচ্ছেন ভয়াবহ ধ্বংসের দিকে।

সংস্থা একটি চলমান প্রক্রিয়া কিন্তু যদি তার গতি ‘’সু’’ এর দিকে না গিয়ে ‘’কু’’ এর দিকে ধাবিত হয় তাহলে ফলাফল আর কি আশা করা যায়! আজ আমাদের হাজার বছরের ইতিহাস, ইতিহ্য, সভ্যতা ও সংস্কৃতি পশ্চিমা নীল সংস্কৃতি ও ব্রাম্মান্যবাদীদের আস্ফালনের সামনে নিতান্ত অসহায়।

আগেরকার দিনে আগ্রাসন চালানো হত দেশ দখল করে বা যুদ্ধে পরাস্থ করে কিন্তু বর্তমানে আগ্রাসন চালানো হয় মানুষের মন-মানুষিকতায়, চিন্তা-চেতনায়, আবেগ- অনুভুতিতে। কবি ইকবালের ভাষায়ঃ

‘’অন্যের শিক্ষায় শিক্ষিত হলে তুমি’’
অন্যের প্রাসাধনে চর্চিত তোমার গাল।
হারিয়ে গেছো তুমি পুরোন তোমার থেকে
কখনও কি ভেবেছ ? কি ছিলে তুমি কি কাল?
তোমার বিবেক অন্যের শিকলে বাধা
মনেতে তোমার বিজাতীয় রশির টান।
ভাষাটি পর্যন্ত তোমার ধার করে আনা
অবোধ, অবুঝ হায়!
ভুলে গেলে তুমি হেরার নাড়ির টান।

এই নাড়ির টানেই আমাদের ফিরতে হবে শেকড়ের দিকে, মুলের দিকে। এগিয়ে যেতে হবে অভীষ্ঠ লক্ষ্য কে সামনে রেখে।

 


প্রস্তাবিত পরিকল্পনাসমূহ

যে আল্লাহর জন্য দুনিয়ায় একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য আখিরাতে একটি ঘর নির্মাণ করবেন। শিকড় মানব কল্যান ফাউন্ডেশন এই লক্ষ্যে একটি বৈশিষ্ট্য মন্ডিত মসজিদ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে যেখানে ৫,০০০ (পাঁচ হাজার) মানুষ জামাত পড়তে পারবে এবং অত্যাধুনিক ওজু গোসলখানা ও লাশ ধোয়ানোর ঘর নির্মাণ করা হবে এবং তাবলীগ জামাতের ভাইদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা, আত্মশুদ্ধির উদ্দেশ্যে যথোপযোগী খানকা, মসজিদ ও মাদরাসার নিকটে শিরক ও বেদাতমুক্ত কবরস্থান নির্মাণ করা হবে। সঠিক শিক্ষা জাতীর মেরুদন্ড, আর সঠিক পরিবেশ সঠিক শিক্ষার জন্য অপরিহার্য। আপাতত শিকড় মানব কল্যান ফাউন্ডেশন ১,০০০ (এক হাজার) তালেবে ইলমকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে একটি শিক্ষা ভবন, ছাত্রাবাস ও শিক্ষকরা যেন সার্বক্ষণিক ছাত্রদের দেখাশোনা করতে পারে সেজন্য স্টাফ কোয়ার্টার নির্মাণ করবে।

 


শিক্ষা

সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। মানবজাতির সূচনালগ্ন থেকেই জ্ঞানী ও চিন্তাশীল ব্যাক্তিগন জাতির উন্নতির মাধ্যম হিসেবে শিক্ষাকেই অগ্রাধিকার দিয়ে আসছেন যা অব্যাহত থেকেছে ব্যাক্তিগত উদ্যোগে অথবা প্রাতিষ্ঠানিকভাবে। দেশের দুর্গম অঞ্চলগুলোতে জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশ এ বিষয়ে চরম অবহেলিত। “শিকড়” এই জনগোষ্ঠীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে বদ্ধপরিকর।

 


লাইব্রেরী

নিঃসন্দেহে অধ্যয়ন, গবেষণা, নিরীক্ষা একটি দুর্বল ছাত্রকেও মেধাবীদের থেকে অগ্রগামী করে দেয়, একজন অধ্যয়নকারীকে তার লক্ষ্যের চূড়ায় পৌঁছে দেয়। তাই ‘’শিকড় মানব কল্যান ফাউন্ডেশন’’ ছাএদের জ্ঞানের প্রসারতার জন্য একটি লাইব্রেরী প্রতিষ্ঠা করবে। যেখানে ইসলামি কিতাব সমূহের পাশাপাশি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সাহিত্য ইত্যাদি বিষয়ের বইসমূহ রাখা থাকবে।

 


রেডিও সেন্টার

নিঃসন্দেহে ইসলামী শিক্ষা শিষ্টাচারের মাঝে রয়েছে মানব জাতীর সুখ, শান্তি, সফলতা। আর এ লক্ষ্যে রাসুল (সাঃ) বলেছেন ………… তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। বর্তমান বিশ্বের অন্যতম প্রচার মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে মিডিয়া। একদিকে এই মিডিয়া যেমনিভাবে আমাদের উপকার করছে ঠিক তদরূপ বরং তার চেয়েও বেশি ক্ষতি করছে। বিভিন্ন অপসংস্কৃতি, অশ্লীলতা, মিথ্যাচার অবাধে প্রচার হচ্ছে এই মিডিয়ার মাধ্যমে। তাই দারুল উলুম মাদানী নগর কমপ্লেক্স একটি রেডিও সেন্টার খোলার উদ্যোগ নিয়েছে যেখান থেকে প্রচার হবে কোরআন হাদীসের সঠিক শিক্ষা।

 


হাসপাতাল

জনহিতকর কাজসমূহের মাঝে একটি অন্যতম কাজ হচ্ছে চিকিৎসা। কিন্তু বর্তমান সময়ে ভাল চিকিৎসা যেন সোনার হরিণ। আমাদের বাংলাদেশে প্রতি বছর অসংখ্য দরিদ্র মানুষ চিকিৎসার অভাবে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। দারুল উলুম মাদানী নগর কমপ্লেক্স জনসেবার উদ্দেশ্যে একটি অলাভজনক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে।

 


বৃদ্ধাশ্রম

বৃদ্ধাবস্থায় মানুষ ছোট বাচ্চাদের মতো অসহায় হয়ে পড়ে। তখন তারা আশেপাশের মানুষদের থেকে একটু স্নেহ, মমতা, ভালবাসার মুখাপেক্ষি হয়ে থাকে। আমাদের দেশে অনেক বয়স্ক মহিলা-পুরুষ রয়েছে যারা জীবনের সুখ, শান্তিকে বিসর্জন দিয়েছেন তাদের সন্তানদের সুখ, শান্তির জন্য। কিন্তু বৃদ্ধাবস্থায় তারা এখন চরম অসহায়ত্তের মাঝে বসবাস করছে। তাই এ ধরণের অসহায়, বঞ্চিত বৃদ্ধ মহিলা/পুরুষদের জন্য দারুল উলুম মাদানী নগর কমপ্লেক্স একটি ইসলামী বৃদ্ধাশ্রম খোলার পরিকল্পনা হাতে নিয়েছে যেখানে দুনিয়ার সুখ শান্তির পাশাপাশি চিরস্থায়ী সুখ শান্তি লাভের উদ্দেশ্যে তাদেরকে প্রয়োজনীয় শিক্ষা ও নছিহতের পরিপূর্ণ ব্যবস্থা করা হবে।


 

Shikar Manabkallan Foundation

Head Office:
Jha-59/1, Maddhabadda, Badda, Dhaka-1212, Bangladesh. Contact: 01815051369.

Mirpur Branch:
11/A, 1/20, Mirpur, Pallabi, Dhaka-1216. Contact: 01819289697

Email: info@shikarbd.org