আল কোরআন: তোমরা নিজেদের জানমাল দ্বারা আল্লাহর রাস্তায় সংগ্রাম কর (আল কোরআন)। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের দৃষ্টান্ত ঐ শস্যদানার ন্যায় যা সাতটি শিষ উৎপাদন করেছে এবং প্রত্যেক শিষে রয়েছে ১০০ শস্যদানা। আল্লাহ যাকে চান আরো বৃদ্ধি করে দেন।
আমাদের জন্মভূমি বাংলাদেশ। এখানের সংখ্যা গরিষ্ঠ মুসলমান ও দরিদ্র। ১৯৭১ সালে বাংলাদেশে খ্রিষ্টানদের সংখ্যা ছিল মাত্র ২% । আর বর্তমানে এ সংখ্যা দাঁড়িয়েছে ১৬% -এ। এই তথ্য থেকে আমরা সহজে অনুমান করতে পারি যে, আমাদের দেশের খ্রিষ্টান N.G.O. সংস্থাগুলো ধর্মীয় কাজে ….. অবহেলা ও এ দেশের দারিদ্র্যতার সুযোগে তাদের বাতিল ধর্ম ও অপসংস্কৃতি প্রচারের জন্য কি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এটা কোন অসম্ভব বিষয় নয় যে তাদের এই কার্যক্রম যদি এভাবে চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর মতো তারাও এদেশের ক্ষমতার চেয়ার দখল করে নিবে। অথচ তাদের এই সংগ্রামের মূল হাতিয়ার হচ্ছে তাদের বিকৃত বাইবেল ও জনকল্যাণমূলক কিছু কাজ। আর আমরা মুসলমান আমাদের কাছে আছে মহাগ্রন্থ আল কোরআন ও আল্লাহর রাসুলের পবিত্র শিক্ষা ও আদর্শ।
অতএব বাংলাদেশের সকল ধর্মপ্রিয় মুসলমানদের প্রতি দারুল উলুম মাদানী নগর কমপ্লেক্স-এর আন্তরিক আহ্বান এই যে , আমরাই সর্বশেষ উম্মত আর আমাদের উপরই নবুয়তের মহা দায়িত্ব অর্পিত হয়েছে। আল্লাহ বলেন তোমরা সর্বশেষ উম্মত তোমাদের মানুষের কল্যাণে বের করা হয়েছে। তাই আসুন আমরা আমাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে দারুল উলুম মাদানী নগর-এর মহৎ দ্বীনি কাজের সাথে শরিক হয়ে উভয় জগতের সুখ শান্তি ব্যবস্থা করি।
এই মানবিক কাজে আপনি বিভিন্ন ভাবে যুক্ত হতে পারেনঃ
১। স্বেচ্ছাসেবক হিসাবে সশরীরে
-
- সাধারণ সদস্য
- বদরী সদস্য
২। অর্থনৈতিক ভাবে